জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

(জাহাঙ্গীরনগর বিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫)প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে জাবি ভর্তি সার্কুলার ২০২৫ প্রকাশিত হয়েছে। এই নোটিশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে juniv.admission.org প্রকাশ করা হয়।

তাই আজকে আমরা জাবি ভর্তির যোগ্যতা, মানবন্টন, আসন সংখ্যা, আবেদনের নিয়মাবলী ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশে প্রথম সারির একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। (জাবি) বিশ্ববিদ্যালয় রয়েছে ৩৮ টি বিভাগ ও টি ইনস্টিটিউট এবং মোট আসন সংখ্যা হচ্ছে ১৯৫০ টি।

জাবি ২০২৫ শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি ২০২৫ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া শুরু হবে জানুয়ারি ২০২৫ থেকে ২১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। অতএব আজকে আমাদের এই পোস্টটি গুরুত্ব সহকারে পড়ুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2025

জাবি ভর্তির আবেদন ফি

ইউনিট প্রতিপরিমানকৃত টাকা
A, B, C D –  প্রতিটি ইউনিটের জন্য৭০০ টাকা
C1, F, G, HI – প্রতিটি ইউনিটের জন্য৫০০ টাকা
E – প্রতিটি ইউনিটের জন্য ৬০০ টাকা

অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/এবং মোবাইল ব্যাংকিং ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফ্রি অতি সহজেই প্রদান করতে পারবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদনের নূন্যতম যোগ্যতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৫ শিক্ষাবর্ষে মোট ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ টি ইউনিটে শিক্ষার্থীদের আবেদন করতে হলে যেসব যোগ্যতার প্রয়োজন হবে তা নিম্নে উল্লেখ করা হলো-

  • ২০২১ অথবা তার পরবর্তী বছর সময়ের পরীক্ষার্থীদের মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং ২০২৩ বা ২০২৪ সালের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে সক্ষম হবে
  • আবেদনকৃত পরীক্ষার্থীদের মাধ্যমিক বা সমমান এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ঐচ্ছিক বিষয় সহ চতুর্থ বিষয়ে মোট জিপিএ হিসাব করা হবে বা কাউন্ট করা হবে
  • প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন উন্নত বা গ্রেট প্রাপ্ত শিক্ষার্থীরা যেকোনো ইউনিটে ফরম পূরণ করতে পারবে বা আবেদন করতে পারবে

পরীক্ষার্থীদের জন্য ইউনিট ভিত্তিক যোগ্যতা

আগ্রহী পরীক্ষার্থীরা যারা এ টি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদনের পূর্বে তাদের নূন্যতম যোগ্যতা জেনে নেওয়া খুবই প্রয়োজন। নিম্নে পরীক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা উল্লেখ করা হলো-

  • A ইউনিট-(গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি): এ ইউনিটে পরীক্ষা দিতে হলে পরীক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট ৮.৫০ পেতে হবে এবং পৃথক পৃথক ভাবে ৪.০০ পেতে হবে।
  • B ইউনিট-(সমাজবিজ্ঞান অনুষদ), C ইউনিট-(কলা ও মানবীকি অনুষদ), E ইউনিট-(বিজনেস স্টাডিজ অনুষদ): এ টি ইউনিটে পরীক্ষা দিতে হলে পরীক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে মোট জিপিএ ৮.০০ পেতে হবে এবং মানবিক শাখা, ব্যবসা শিক্ষা ও অন্যান্য শাখা থেকে মোট জিপিএ ৭.৫০ পেতে হবে এবং উভয় পরীক্ষায় পৃথক পৃথক ভাবে ৩.৫০ পেতে হবে।
  • C1 ইউনিট- (কলা ও মানবীকি অনুসদ : নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ): এই ইউনিটে পরীক্ষা দিতে হলে পরীক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ পেতে হবে এবং উভয় পরীক্ষায় পৃথক পৃথক ভাবে জিপিএ ৩.৫০ পেতে হবে।
  • D ইউনিট- (জীববিজ্ঞান অনুষদ): এ ইউনিটের পরীক্ষা দিতে হলে পরীক্ষাথীদের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ পেতে হবে এবং উভয়ে পরীক্ষায় পৃথক পৃথকভাবে জিপিএ ৪.০০ পেতে হবে।
  • (ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ জেইউ) :পরীক্ষার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে মোট জিপিএ ৮.৫০ পেতে হবে এবং উভয় পরীক্ষায় পৃথক পৃথকভাবে জিপিএ ৪.২৫ পেতে হবে এবং মানবিক শাখা, বিজ্ঞান শাখা অন্যান্য শাখা থেকে মোট জিপিএ ৮.০০ পেতে হবে এবং উভয় পরীক্ষায় পৃথক পৃথকভাবে জিপিএ ৪.০০ পেতে হবে।

A ও 0 লেবেল থেকে পরীক্ষার্থীদের আবেদনের নূন্যতম যোগ্যতা

২০২৩ এবং ২০২৪ সালের A লেভেল পরীক্ষায় অন্তত টি বিষয়ে উত্তীর্ণ এবং ও 0 লেভেল পরীক্ষা অন্তত টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবে।

আবেদনকারী শিক্ষার্থীরা A লেভেল এবং 0 লেভেল এর মোট সাতটি বিষয়ের মধ্যে টি বিষয়ে কমপক্ষে গ্রেড/সমমান ও টি বিষয়ে কমপক্ষে C গ্রেড/সমমান থাকতে হবে। এছাড়াও A লেভেল শিক্ষার্থীদের জন্য কিছু প্রয়োজনীয় শর্ত হলো-

  • A ইউনিটের জন্য: রসায়ন পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে পৃথক পৃথকভাবে নূন্যতম B-গ্রেড/সমমান পেতে হবে
  • B ও F ইউনিটের জন্য: ইংরেজি বা বাংলা বিষয়ে পৃথক পৃথকভাবে ন্যূনতম B-গ্রেড/সমমানপেতে হবে
  • D ইউনিটের জন্য: রসায়ন পদার্থবিজ্ঞান ও জীবিদ্যা বিষয়ে পৃথক পৃথকভাবে ন্যূনতম B-গ্রেড/সমমানপেতে হবে

জাবি ২০২৫ শিক্ষাবর্ষে আসন সংখ্যা

ইউনিটের নামআসন সংখ্যা(ছেলে) সন সংখ্যা(মেয়ে)মোট আসন
A- ইউনিট238 টি 237 টি 475 টি
B- ইউনিট205 টি 200 টি 405 টি
C- ইউনিট245 টি 245 টি 490 টি
D- ইউনিট165 টি 165 টি 330 টি
D- ইউনিট125টি125 টি 250 টি
মোট আসন সংখ্যা=978 টি 972 টি 1950 টি

জাবি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী নির্বাচন পদ্ধতি

  • গ্রেট বা সমমান পদ্ধতিতে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়) সহ প্রাপ্ত জিপিএ কে ১.৫ দ্বারা গুণ করে এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়) সহ প্রাপ্ত জিপিএ কে ২.৫ দ্বারা গুন করে শিক্ষার্থীর জিপিএ ফলাফল তৈরি করা হবে।
  • পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে জিপিএ নম্বরটি যোগ করে মোট সর্বোচ্চ নম্বরে এর ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট বা বিভাগের আসন সংখ্যা সাথে ১০ গুণ করে করে শিক্ষার্থীদের চূড়ান্ত মেধাতারিকা প্রকাশ করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবন্টন

ইউনিটঅনুষদগ্রুপ বা শাখানম্বর
A- ইউনিটগাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদবাংলা-০৩
ইংরেজি-০৩
গণিত-২২
রসায়ন-২২
পদার্থবিজ্ঞান-২২
আইসিটি-০৮
B- ইউনিটসমাজবিজ্ঞান অনুষদবাংলা-২০
ইংরেজি-২০
সাধারণ গণিত-২০
সাধারণ জ্ঞান-১৫
যৌক্তিক বিশ্লেষণ-৫
C- ইউনিটকলা ও মানবীকি অনুষদ : আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট বাংলা-২০
ইংরেজি-২০
সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়-৪০
C1-ইউনিটকলা ও মানবীকি অনুষদ : নাটক ও নাট্য তত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগবাংলা-১০
ইংরেজি-১০
সাধারণ জ্ঞান-২০
বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়-৪০
D- ইউনিটজীববিজ্ঞান অনুষদবাংলা-০৪
ইংরেজি-০৪
রসায়ন-০৪
বুদ্ধিমত্তা-২৪
জীববিজ্ঞান-৪৪
E- ইউনিটবিজনেস স্টাডিস অনুষদ1.ব্যবসায় শাখা
2.বিজ্ঞান ও মানবিক শাখা
1.বাংলা-২০
ইংরেজি-২০
হিসাববিজ্ঞান-২০
ব্যবস্থাপনা-২০
2.বাংলা-২০
ইংরেজি-২০
এনালিটিকালি এবিলিটি-২০
বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান-২০
ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাংলা-০৫
ইংরেজি-৩০
গাণিতিক সমস্যা-৩০
সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয়-১৫

অনলাইনে আবেদন করার পদ্ধতি

যে সকল শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অথবা ভর্তি হতে ইচ্ছুক তাদের অনলাইনে গিয়ে ফরম পূরণ করতে হবে।

অনলাইনে আবেদন করার ওয়েবসাইটটি হল www.juniv.admission.org এই ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফরটি পূরণ করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড করার নিয়ম

  • প্রবেশপত্র ডাউনলোড করার জন্য এই juniv.admission.org ওয়েবসাইটে প্রবেশ করে ডাউনলোড মেনুতে ক্লিক করে সাব মেনু থেকে শিক্ষার্থীদের সঠিক অপশনটি বাছাই করে নিতে হবে।
  • কম্পিউটারের প্রদর্শিত স্কিনে আবেদনকারীর Bill Number এবং DBBL Transaction ID ইনপুট করে অবশ্যই শিক্ষার্থীকে লগইন করতে হবে।
  • এরপর আবেদনকারী শিক্ষার্থীর স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে এবং আপলোড হয়ে গেলে বাটনে ক্লিক করে প্রাপ্ত admit card টি সংগ্রহ করে নিতে হবে।

শেষ কথা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি উপরের বিস্তারিত আলোচনা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পেরেছেন।

এছাড়াও এ বিশ্ববিদ্যালয়ের আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, প্রার্থী নির্বাচন পদ্ধতি, পরীক্ষার মানবন্টন ও প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কেও জানতে পেরেছেন। অতএব আমাদের পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকুন ধন্যবাদ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top