টেলিটক Gen-Z সিম বা জেন-জি প্যাকেজের সুবিধা জানুন

টেলিটক Gen-Z সিম বা জেন-জি প্যাকেজের সুবিধা জানুন

(টেলিটক Gen-Z সিম বা জেন-জি প্যাকেজের সুবিধা জানুন)বর্তমানে তরুণ প্রজন্মের জন্য টেলিটক একটি নতুন প্যাকেজ যেটি জেন-জি নামে বাংলাদেশে পরিচিত। এই প্যাকেজটি জেনারেশন জেড Gen- Z এর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এবং যারা ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছে।

তরুণরা সাশ্রয়ী মূল্যে বা কম খরচে এই প্যাকেজটি থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবে যেটা তাদের ডিজিটাল কিংবা স্মার্ট  জীবনব্যবস্থাকে আরো আনন্দময় এবং সহজ করে গড়ে তুলবে। আজকে আমরা টেলিটক Gen-Z সিম বা জেন-জি  সিম এর সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

টেলিটক বন্ধ সিম অফার ২০২৫

টেলিটক জেন-জি সিম বা Gen-Z প্যাকেজ

teletalk জেন-জি প্যাকেজের বাজার মূল্য মাত্র ১৫০ টাকা। গ্রাহকরা যদি প্রথম ৩০ দিনে প্যাকেজটি ক্রয় করে তাহলে এটি তারা ১০০ টাকায় কিনতে পারবে। এটি এ প্যাকেজের একটি অন্যতম সুবিধা।এ প্যাকেজের মধ্যে যেসব অফার রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো-

  • কল রেট এর সুবিধা : প্রতি মিনিটে মাত্র 50 পয়সা।
  • এসএমএস রেট এর সুবিধা : ইংরেজি এসএমএস এর জন্য পাচ্ছেন 40 পয়সা এবং বাংলা এসএমএস এর জন্য 25 পয়সা সুবিধা পাচ্ছেন।
  • ডেটা অফার এর সুবিধা : 283 টাকায় পাচ্ছেন 25 জিবি ডাটা যা সীমাহীন সময়ের জন্য ব্যবহার করতে পারবেন।

Gen-Z সিমে স্পেশাল অফার

টেলিটক জেন-জি প্যাকেজ ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের জন্য রয়েছে কিছু স্পেশাল অফার যা নিম্নে উল্লেখ করা হলো-

  • ১ সেকেন্ড পালস : এই অফারটি ব্যবহারকারীদের জন্য একটি অন্যতম অসুবিধা হচ্ছে কল চার্জ প্রতি সেকেন্ডে নেওয়া হবে।
  • প্রিমিয়াম মেম্বারশিপ :এক বছরের জন্য চাকরি প্রার্থীদের বিনামূল্যে এ সুবিধা প্রদান করা হবে।
  • বছরব্যাপী বান্ডল অফার : সারা বছর 18 টাকায় 24 মিনিট এবং 10 টি এসএমএসের বান্ডেল অফার পাবেন।

জেন-জি সিমে বিশেষ সুবিধা

  • সোশ্যাল মিডিয়া বান্ডলFacebook,Tiktok,Instagram এর মত জনপ্রিয় এসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর জন্য বিশেষ বান্ডেল অফার রয়েছে।
  • শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট : এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের পরিচয় পত্রটি দেখিয়ে অতিরিক্ত ডিসকাউন্ট নিতে পারবেন। 

বান্ডল ও ডাটা অফার

টেলিটক জেন-জি সিম ব্যবহারকারী গ্রাহকদের ডিজিটাল যোগাযোগকে আরও সহজ করার জন্য টেলিটক Gen-Z প্যাকেজে বিভিন্ন বান্ডেল ও ডাটা অফারের সুবিধা প্রদান করে থাকে। তাছাড়া গ্রাহকরা বছরে একাধিক ডাটা এবং মিনিটের বান্ডল কেনার সুবিধাটিও পাবে।

টাকা সুবিধা মেয়াদ
১৮ টাকা ২৪ মিনিট ১০ টি এসএমএস ৩৬৫ দিন
২৮৩ টাকা২৫ জিবিআনলিমিটেড

স্পেশাল অফারসমূহ

গ্রাহকরা প্রথম টেলিটক Gen-Z সিমটি ভেরিফিকেশন করে চালু করলেই পাবেন টাকা প্রি লোডেড ব্যালেন্স মেয়াদ ১৫ দিন এবংজিবি ইন্টারনেট মেয়াদ দিন এবং ১০০টি এসএমএস যে কোন অপারেটর মেয়াদ ৭ দিন। এছাড়াও আরো কিছু অফার রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো-

টাকা সুবিধা মেয়াদশর্তাবলী
১৭ টাকা২ জিবি০৭ দিন৭ দিনে একবার, মাসে ৪ বার
২১ টাকা ১ জিবি৩০ দিন
৪৭ টাকা ৫ জিবি০৭ দিনপ্রথম ৩০ দিন ৫ জিবির সাথে ১ জিবি বোনাস সহ মোট ৬ জিবি
৭১ টাকা ১০ জিবি০৭ দিন

কীভাবে টেলিটক Gen-Z সিম পাবেন

প্রিয় গ্রাহক আপনারা কেউ যদি ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি আপনার এন আইডি কার্ড নিয়ে টেলিটক কাস্টমার কেয়ার অথবা টেলিকম দোকানে যোগাযোগ করুন।

এছাড়াও টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে নিবন্ধন এর মাধ্যমে সিম অর্ডার করা যায়। আরো ভালোভাবে জানতে টেলিটক হেল্পলাইন এ 01500121121 যোগাযোগ করুন।আরো বিস্তারিত জানতে টেলিটক এর ওয়েবসাইট ঘুরে আসুন।

শেষ কথা

প্রিয় গ্রাহক আশা করি আপনারা সবাই টেলিটক Gen-Z সিম বা জেন-জি সিমের সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। অতএব বিনা করে দ্রুত সিমটি দ্রুত ক্রয় করুন এবং এর আকর্ষণীয় অফার গুলো উপভোগ করুন। যদি পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকুন।

টেলিটক Gen-Z সিম বা জেন-জি প্যাকেজের সুবিধা জানুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top