দাখিল পরীক্ষার রুটিন ২০২৫ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি সবাই ভাল আছেন এবং আপনারা সবাই জানতে পেরেছেন যে দাখিল পরীক্ষা রুটিন মাদ্রাসা বোর্ড তাদের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। তাহলে চলুন আমরা দাখিল পরীক্ষার রুটিন সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে আসি।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন মাদ্রাসা বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক কমিটি দাখিল পরীক্ষার রুটিন ইতিমধ্যেই তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে bmeb-gov-bd.translate.goog প্রকাশিত করেছে ।
পরীক্ষার রুটিন প্রকাশ অনুযায়ী আমরা দেখতে পাই যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত সকল আলিয়া মাদ্রাসা দাখিল পরীক্ষা আরম্ভ হয় ১০ই এপ্রিল ২০২৫।
আপনারা জানেন সকল মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আর এখন মাদ্রাসার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজ চলমান রয়েছে ।
মাদ্রাসা বোর্ড কর্তৃক নির্দেশনা অনুযায়ী সকল মাদ্রাসা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করা এবং প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে।
২০২৫ সালে দাখিল পরীক্ষা অংশগ্রহণকারী সংখ্যা
মোট শিক্ষার্থীর সংখ্যা | মোট ছাত্র সংখ্যা | মোট ছাত্রী সংখ্যা |
৩,১০,৯৪০ জন | ১০৪,৮৪১ জন | ৪১,৫৩২ জন |
দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা
মাদ্রাসা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কানুন বাধ্যতামূলক তা নিচে উল্লেখ করা হলো:
- মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।
- পরীক্ষার্থীরা পরীক্ষা হলে কোনরকম মোবাইল ফোন বা স্মার্টফোন এবং কোন রকম ইলেকট্রন ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না।
- পরীক্ষা হলে প্রবেশের পর শিক্ষার্থীকে অবশ্যই শান্ত বা নীরব থাকতে হবে এবং শিক্ষার্থীর সাথে অপ্রয়োজনীয় কোন কথা বা বিরক্ত করা যাবে না।
- প্রত্যেক শিক্ষার্থী তারা তাদের সকল প্রয়োজনীয় জিনিসপত্র যেমন- কলম,, পেন্সিল রাবার,স্কেল ও ক্যালকুলেটর নিজ দায়িত্বে আনতে হবে এবং অন্য কোন শিক্ষার্থীকে কাছে কোনভাবেই ধার করা যাবে না।
- পরীক্ষার হলে পরীক্ষার্থীকে অবশ্যই সৎ উপায়ে পরীক্ষা দিতে হবে অসৎ উপায় অবলম্বন করা যাবে না অন্যথায় পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
- পরীক্ষার্থীকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরিধান করতে হবে এবং মাদ্রাসার নিয়মের সাথে মাদ্রাসার ড্রেসের যথেষ্ট মিল থাকতে হবে।
- পরীক্ষা শেষ হওয়ার পর উত্তর পত্র নিয়ে কোনভাবেই হলের বাইরে যাওয়া যাবে না এবং পরীক্ষা শেষে পরীক্ষা হলে কর্তব্যরত শিক্ষকের কাছে উত্তরপত্র জমা দিতে হবে। লিংক-এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ ২০২৫
দাখিল পরীক্ষায় গ্রেডিং নিয়ম উল্লেখ করা হলো
ক্রমিক নং | প্রাপ্ত নম্বর % | লেটার গ্রেড LG | গ্রেড পয়েন্ট GPA |
01 | 80-100 | A+ | 5.00 |
02 | 70-79 | A | 4.00 |
03 | 60-69 | A- | 3.00 |
04 | 50-59 | B | 3.00 |
05 | 40-49 | C | 2.00 |
06 | 33-39 | D | 1.00 |
07 | 0-32 | F | 0.00 |
08 | 0 | 0 | 0 |
দাখিল পরীক্ষার রুটিন ২০২৫
পরীক্ষার তারিখ | পরীক্ষার বিষয় | কোড বিষয় |
10/04/2025 | কোরআন মাজীদ ও তাজবীদ | 101 |
13/04/2025 | আরবি১ম পত্র | 103 |
15/04/2025 | আরবি দ্বিতীয় পত্র | 104 |
17/04/2025 | গণিত | 108 |
20/04/2025 | আকাইদ ফিকাহ | 133 |
22/04/2025 | বাংলা প্রথম পত্র | 134 |
23/04/2025 | বাংলা দ্বিতীয় পত্র | 135 |
24/04/2025 | হাদিস শরীফ | 102 |
27/04/2025 | ইংরেজি প্রথম পত্র | 136 |
29/04/2025 | ইংরেজি দ্বিতীয় পত্র | 137 |
30/04/2025 | 1.পৌরনীতি ও নাগরিকতা 2.কৃষি শিক্ষা 3.গার্হস্থ্য বিজ্ঞান 4.মানবিক 5.উর্দু 6.ফারসি 7.বাংলাদেশ ও বিশ্বপরিচয় | 111 113 114 112 116 123 143 |
04/05/2025 | 1.ইসলাম ইতিহাস 2.পদার্থবিজ্ঞান | |
6/05/2025 | জীববিজ্ঞান | 132 |
7/05/2025 | 1.রসায়ন 2.তাজবীদ নসর ও নজম 3.তাজবীদ (হেফজুল কোরআন | 131 119 121 |
8/05/2025 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | 140 |
10/05/2025 | উচ্চতর গণিত | 115 |
18/05/2025 | ব্যবহারিক পরীক্ষা | 18 থেকে 2025 |
দাখিল পরীক্ষা ২০২৫ ফরম পূরণের সময়সূচী
দাখিল পরীক্ষা ২০২৫ এ যে সকল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে
আপনারা যারা এসএসসি বা দাখিল পরীক্ষার পরীক্ষার্থী রয়েছেন বা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, ও হিসাববিজ্ঞান পরীক্ষায় অনুমতি কৃত ক্যালকুলেটর মডেলের নাম এবং নিষেধকৃত ক্যালকুলেটর মডেলের নাম নিচে উল্লেখ করা হলো-
অনুমতিকৃত ক্যালকুলেটর মডেলের নাম | Casio FX-82ES | Casio FX-82ES | Casio FX-85MS | 5.Sharp EL-531 | Texas Instruments TI-30X |
নিষেধকৃত ক্যালকুলেটর মডেলের নাম | Casio fx-9750G | Casio fx-9860Gii | Casio fx-CG50 | Casio fx-7000G | Casio fx-9750G |
– | Texas Instruments TI-84 Plu | Texas Instrument TI-899 | Sharp EL-W516n | HP Prime Graphing Calculator | – |
দাখিল পরীক্ষার রুটিন ২০২৫ শেষ কথা
উপরের আলোচনা থেকে আপনার ইতিমধ্যেই জানতে পেরেছেন যে দাখিল পরীক্ষা ২০২৫ এ ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরীক্ষার্থীর সংখ্যা, প্রয়োজনীয় নির্দেশনা পরীক্ষার সময়সূচি এবং গ্রেডিং সিস্টেম ইত্যাদি।
অতএব আমাদের আলোচনা থেকে যদি আপনারা কোনরকম উপকৃত হন তাহলে আমাদের হোস্টিং সাইডের সাথেই থাকুন।