দাখিল পরীক্ষার রুটিন ২০২৫ পিডিফ

দাখিল পরীক্ষার রুটিন ২০২৫ পিডিফ

দাখিল পরীক্ষার রুটিন ২০২৫ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি সবাই ভাল আছেন এবং আপনারা সবাই জানতে পেরেছেন যে দাখিল পরীক্ষা রুটিন মাদ্রাসা বোর্ড তাদের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। তাহলে চলুন আমরা দাখিল পরীক্ষার রুটিন সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে আসি।

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন মাদ্রাসা বোর্ড

 মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক কমিটি দাখিল পরীক্ষার রুটিন ইতিমধ্যেই তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে bmeb-gov-bd.translate.goog প্রকাশিত করেছে ।

পরীক্ষার রুটিন প্রকাশ অনুযায়ী আমরা দেখতে পাই যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত সকল আলিয়া মাদ্রাসা দাখিল পরীক্ষা আরম্ভ হয় ১০ই এপ্রিল ২০২৫। 

আপনারা জানেন সকল মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আর এখন মাদ্রাসার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজ চলমান রয়েছে ।

মাদ্রাসা বোর্ড কর্তৃক নির্দেশনা অনুযায়ী সকল মাদ্রাসা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করা এবং প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে।

২০২৫ সালে দাখিল পরীক্ষা অংশগ্রহণকারী সংখ্যা

মোট শিক্ষার্থীর সংখ্যা মোট ছাত্র সংখ্যা মোট ছাত্রী সংখ্যা
৩,১০,৯৪০ জন১০৪,৮৪১ জন ৪১,৫৩২ জন

দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

মাদ্রাসা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কানুন বাধ্যতামূলক তা নিচে উল্লেখ করা হলো:
  • মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।
  • পরীক্ষার্থীরা পরীক্ষা হলে কোনরকম মোবাইল ফোন বা স্মার্টফোন এবং কোন রকম ইলেকট্রন ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না।
  • পরীক্ষা হলে প্রবেশের পর শিক্ষার্থীকে অবশ্যই শান্ত বা নীরব থাকতে হবে এবং শিক্ষার্থীর সাথে অপ্রয়োজনীয় কোন কথা বা বিরক্ত করা যাবে না।
  • প্রত্যেক শিক্ষার্থী তারা তাদের সকল প্রয়োজনীয় জিনিসপত্র যেমন- কলম,, পেন্সিল রাবার,স্কেল ও ক্যালকুলেটর নিজ দায়িত্বে আনতে হবে এবং অন্য কোন শিক্ষার্থীকে কাছে কোনভাবেই ধার করা যাবে না।
  • পরীক্ষার হলে পরীক্ষার্থীকে অবশ্যই সৎ উপায়ে পরীক্ষা দিতে হবে অসৎ উপায় অবলম্বন করা যাবে না অন্যথায় পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
  • পরীক্ষার্থীকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরিধান করতে হবে এবং মাদ্রাসার নিয়মের সাথে মাদ্রাসার ড্রেসের যথেষ্ট মিল থাকতে হবে।
  • পরীক্ষা শেষ হওয়ার পর উত্তর পত্র নিয়ে কোনভাবেই হলের বাইরে যাওয়া যাবে না এবং পরীক্ষা শেষে পরীক্ষা হলে কর্তব্যরত শিক্ষকের কাছে উত্তরপত্র জমা দিতে হবে। লিংক-এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ ২০২৫

দাখিল পরীক্ষায় গ্রেডিং নিয়ম উল্লেখ করা হলো

ক্রমিক নংপ্রাপ্ত নম্বর % লেটার গ্রেড LGগ্রেড পয়েন্ট GPA
01 80-100A+5.00
0270-79A4.00
0360-69A-3.00
0450-59B3.00
0540-49C2.00
0633-39D1.00
070-32F0.00
08000

দাখিল পরীক্ষার রুটিন ২০২৫

পরীক্ষার তারিখ পরীক্ষার বিষয়কোড বিষয়
10/04/2025কোরআন মাজীদ ও তাজবীদ101
13/04/2025আরবি১ম পত্র103
15/04/2025আরবি দ্বিতীয় পত্র104
17/04/2025গণিত108
20/04/2025আকাইদ ফিকাহ133
22/04/2025বাংলা প্রথম পত্র134
23/04/2025বাংলা দ্বিতীয় পত্র135
24/04/2025হাদিস শরীফ102
27/04/2025ইংরেজি প্রথম পত্র136
29/04/2025ইংরেজি দ্বিতীয় পত্র137
30/04/20251.পৌরনীতি ও নাগরিকতা
2.কৃষি শিক্ষা
3.গার্হস্থ্য বিজ্ঞান
4.মানবিক
5.উর্দু
6.ফারসি
7.বাংলাদেশ ও বিশ্বপরিচয়
111
113
114
112
116
123
143
04/05/20251.ইসলাম ইতিহাস
2.পদার্থবিজ্ঞান
6/05/2025জীববিজ্ঞান132
7/05/20251.রসায়ন
2.তাজবীদ নসর ও নজম
3.তাজবীদ (হেফজুল কোরআন
131
119
121
8/05/2025তথ্য ও যোগাযোগ প্রযুক্তি140
10/05/2025উচ্চতর গণিত115
18/05/2025ব্যবহারিক পরীক্ষা18 থেকে 2025

দাখিল পরীক্ষা ২০২৫ ফরম পূরণের সময়সূচী

দাখিল পরীক্ষা ২০২৫ এ যে সকল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে

আপনারা যারা এসএসসি বা দাখিল পরীক্ষার পরীক্ষার্থী রয়েছেন বা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, ও হিসাববিজ্ঞান পরীক্ষায় অনুমতি কৃত ক্যালকুলেটর মডেলের নাম এবং নিষেধকৃত ক্যালকুলেটর মডেলের নাম নিচে উল্লেখ করা হলো-

অনুমতিকৃত ক্যালকুলেটর মডেলের নাম Casio FX-82ESCasio FX-82ESCasio FX-85MS5.Sharp EL-531Texas Instruments TI-30X
নিষেধকৃত ক্যালকুলেটর মডেলের নামCasio fx-9750GCasio fx-9860GiiCasio fx-CG50Casio fx-7000GCasio fx-9750G
Texas Instruments TI-84 PluTexas Instrument TI-899Sharp EL-W516n
HP Prime Graphing Calculator

দাখিল পরীক্ষার রুটিন ২০২৫ শেষ কথা

উপরের আলোচনা থেকে আপনার ইতিমধ্যেই জানতে পেরেছেন যে দাখিল পরীক্ষা ২০২৫ এ ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরীক্ষার্থীর সংখ্যা, প্রয়োজনীয় নির্দেশনা পরীক্ষার সময়সূচি এবং গ্রেডিং সিস্টেম ইত্যাদি।

অতএব আমাদের আলোচনা থেকে যদি আপনারা কোনরকম উপকৃত হন তাহলে আমাদের হোস্টিং সাইডের সাথেই থাকুন।

দাখিল পরীক্ষার রুটিন ২০২৫ পিডিফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top