রবি নতুন সিম অফার ২০২৫ প্রিয় গ্রাহক আপনার অনেকেই জানতে চেয়েছেন যে রবি নতুন সিমের অফার ২০২৫ এ কি কি সুযোগ-সুবিধা রয়েছে।
আজকে আমরা আলোচনা করব রবি নতুন সিমের বিভিন্ন অফার সম্পর্কে। এছাড়াও আমরা আলোচনা করব রবি নতুন সিমের মিনিট, অফার ইন্টারনেট, অফার এবং রিচার্জ অফার সম্পর্কেও তাহলে চলুন বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জেনে নেই।
রবি নতুন সিম অফার
রবি সিম কোম্পানি অন্যান্য সিম কোম্পানিদের মতোই রবি নতুন সিম গ্রাহকদের বিভিন্ন ধরনের অফারের ব্যবস্থা করে রেখেছে। আপনারা যারা নতুন রবি সিমটি কিনেছেন তাদের জন্য আজকের এই আলোচনা।
এই আলোচনার মাধ্যমে রবি সিম কোম্পানি নতুন সিম গ্রাহকদের কি কি অফার দিয়ে থাকে অথবা কি কি সুযোগ সুবিধা কি কি দিয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো।
Robi নতুন সিমের মিনিট অফার
আপনি যদি নতুন রবি সিম কিনেন তাহলে রবি সিম কোম্পানি আপনাকে বিভিন্ন ধরনের প্রদান করবে। এই মিনিট অফার গুলো শুধুমাত্র নতুন সিম ব্যবহারকারী গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।
আপনি যদি তুমি নতুন সিম ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই আপনি এ অফার গুলো পেয়ে যাবেন এবং উপভোগ করতে পারবেন।অফারগুলো নিচে উল্লেখ করা হলো-
- ৬০ টাকা রিচার্জ করলেই পেয়ে যাবেন ৯০ মিনিট যার মেয়াদ থাকবে ৭ দিন
- ৮২ টাকা রিচার্জ করলেই পেয়ে যাবেন ৮o মিনিট যার মেয়াদ থাকবে ১৫ দিন
রবি নতুন সিমের ইন্টারনেট অফার
রবি নতুন সিম গ্রাহকরা বিভিন্ন ধরনের ইন্টারনেট অফার পেয়ে থাকে। রবি সিম কোম্পানি তাদের নতুন গ্রাহকদের এ অফার গুলো প্রদান করে থাকেন। এই অফার গুলো শুধুমাত্র নতুন সিম গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।
আপনারা যদি নতুন সিম ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই ইন্টারনেট এ অফার গুলো উপভোগ করতে পারবেন।ইন্টারনেটের এ সুন্দর অফার গুলো নিম্ন করা হলো-
- ৪২ টাকা রিচার্জ করলে গ্রাহকরা প্রথমবারের মতো পেয়ে যাবেন
১. যেকোনো নম্বরে ৬০ পয়সা/মিনিট, যার মেয়াদ ৩০ দিন ।
২.৩ জিবি (২ জিবি+ ১ জিবি বিঞ্জ) ইন্টারনেট পাচ্ছেন, মেয়াদ ৭ দিন।
৩.৩০ দিনের জন্য আপনি পেয়ে যাচ্ছেন বিঞ্জ সাবস্ক্রিপশন।
৪.আরো পাচ্ছেন ৬০ মিনিট টকটাইম, মেয়াদ ৭ দিন ।
- ৮২ টাকা রিচার্জ করলে গ্রাহকরা প্রথমবারের মতো পেয়ে যাবেন
১. যেকোনো নম্বরে ৬০ পয়সা/মিনিট, যার মেয়াদ ৩০ দিন ।
২.২.৫ জিবি (১.৫ জিবি+ ১ জিবি বিঞ্জ) ইন্টারনেট পাচ্ছেন, ৩০ দিন মেয়াদ।
৩. ৩০ দিনের জন্য দিন আপনি পেয়ে যাচ্ছেন বিঞ্জ সাবস্ক্রিপশন।
৪.আরো পাচ্ছেন ৩০ মিনিট টকটাইম, মেয়াদ ৭ দিন মেয়াদ।
Robi নতুন সিমের রিচার্জ অফার
গ্রাহকগন কবি নতুন সিম কিনলেই উপভোগ করতে পারবেন বিভিন্ন রকমের রিচার্জ অফার। আপনারা এ অফার গুলো শুধুমাত্র পেয়ে যাবেন নতুন সিম গ্রাহকগণ।আরো পড়ুন-রবি ওয়েবসাইট
তাদের জন্য রবি সিম অপারেটর এই সুযোগের ব্যবস্থা করে রেখেছে। রবি নতুন সিমের বিভিন্ন ধরনের রিচার্জ অফার খুবই আকর্ষণীয় রিচার্জ অফার গুলো নিচে উল্লেখ করা হলো-
- ৪২ টাকা রিচার্জ করে গ্রাহকগণ প্রথমবারের মতো পেয়ে যাচ্ছেন যে কোন নম্বরে ১ পয়সা/ সেকেন্ড মেয়াদ ৩০ দিন এবং ৩০ মিনিট টকটাইম মেয়াদ ৩০ দিন।
- ৮২ টাকা রিচার্জ করলে গ্রাহকগণ প্রথমবারের মতো পেয়ে যাচ্ছেন যে কোন নম্বরে ৬০ পয়সা/ মিনিট মেয়াদ ৩০ দিন এবং ৬০ মিনিট টকটাইম মেয়াদ ৭ দিন।
- ১৫ দিনে একবার করে গ্রাহকগণ ১২ মাসে এর সুবিধা উপভোগ করতে পারবেন।
- এছাড়াও ৪২ এবং ৮২ টাকা রিচার্জ করে পেয়ে যাচ্ছে ৩০ দিনের ফ্রি ফ্রিজ সাবস্ক্রিপশন।
রবি নতুন সিম অফার শর্ত
এই অফার গুলো ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের জন্য কিছু শর্ত প্রযোজ্য হয় সেগুলো নিম্নে তুলে ধরা হলো-
- রিচার্জ করার প্রথম দিন থেকে এই অফার গুলো কাউন্ট করা হবে।
- এই অফার গুলো গ্রাহকরা নতুন করে মাইগ্রেশন করলে আর প্রযোজ্য হবে না।
- এ প্যাকেজ গুলোর জন্য 15% ভ্যাট, 15% এসডি, ১% এসসি কাটা হয়ে থাকে।
- মাইগ্রেশনের পরে যদি ডাটা প্যাকগুলো বিদ্যমান থাকে সেক্ষেত্রে নতুন প্যাকেজ গুলো প্রযোজ্য হবে।
প্রয়োজনীয় কিছু তথ্য জেনে নেই
- অ্যাকাউন্ট ব্যালান্স জানতে *1# ডায়াল করুন
- ইন্টারনেট অফার জানতে *3# ডায়াল করুন
- মোবাইল নম্বর জানতে *2# ডায়াল করুন
- এছাড়াও মিনিট অফার জানতে *222*2# ডায়াল করুন
শেষ কথা
আশা করি নতুন সিমের অফার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা শুনে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন। আপনারা যারা নতুন সিম ক্রয় করেনি তারা দ্রুত ক্রয় করে এ অফার গুলো এ সুন্দর ও আকর্ষণীয় অফার গুলো উপভোগ করুন। আমাদের এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকুন ধন্যবাদ।