রবি বন্ধ সিম অফার ২০২৫ এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে বর্তমানে দেশের সবচেয়ে বড় নেটওয়ার্ক হচ্ছে এখন রবি। কেননা রবি গ্রাহকের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে রবি বন্ধ সিমের চমৎকার এ অফার গুলোর জন্য।
সাম্প্রতিক রবি সিম অপারেটর রবি বন্ধ সিমের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে মেগা অফার। রবি বন্ধ সিম গ্রাহকদের জন্য কি কি অফার দিয়ে থাকে এবং রবি বন্ধ সিমের ইন্টারনেট অফার, বন্ধ সিমের অফার চেক, বন্ধ সিম চালু করার নিয়ম ইত্যাদি সম্পর্কে আজকে আমরা এই পোস্টটিতে বিস্তারিত ভাবে আলোচনা করব।
রবি বন্ধ সিম অফার
বাংলাদেশের জনপ্রিয় সিম গুলোর মধ্যে রবি অন্যতম। রবি সিম অপারেটর বন্ধ সিম গ্রাহকদের আকর্ষণীয় সেবা প্রদান করে থাকে। তাই বর্তমানে বেশিরভাগ মানুষই রবি সিম ব্যবহার করে।কিন্তু বিভিন্ন কারণে গ্রাহকগণ দীর্ঘদিন এ সিমটি বন্ধ করে।
যারা সিমটি দীর্ঘদিন বন্ধ রাখেন তারা এ বন্ধ সিমটি চালু করলেই পেয়ে যাবে আকর্ষণীয় সব অফার। আপনারা যদি রবি বন্ধ সিমের অফার গুলো জানতে চান তাহলে *888# বা *8050# এই নাম্বারে ডায়ের করুন এবং জেনে নিন 2025 সালের এর সেরা অফার গুলো।অফার গুলো নিচে উল্লেখ করা হলো-
রিচার্জকৃত টাকা | সুবিধাসমূহ | মেয়াদ |
31 টাকা | 1 জিবি+ 45 মিনিট | 7 দিন |
37 টাকা | 3 জিবি+30 মিনিট | 30 দিন |
47 টাকা | 47 পয়সা/মিনিট | 30 দিন |
48 টাকা | 6.5 জিবি | 7 দিন |
77 টাকা | 8 জিবি | 7 দিন |
119 টাকা | 6 জিবি+120 মিনিট | 30 দিন |
448 টাকা | 30 জিবি+700 মিনিট | 30 দিন |
রবি বন্ধ সিম চালু করার নিয়ম
আপনারা যারা দীর্ঘদিন রবি সিম কার্ডটি বন্ধ রেখেছেন বা অথবা ব্যবহার করেন না তারা এ সিমটি পুনরায় চালু করার জন্য অথবা সক্রিয় করার জন্য কিছু সঠিক পদ্ধতি অনুসরণ করলেই আপনি আপনার বন্ধ সিমটি চালু করতে পারবেন।
তবে বন্ধ সিমটি চালু করতে হলে প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার সিমটি প্রকৃতপক্ষে বন্ধ আছে কিনা তাই আপনাকে সিমটি মোবাইল ফোনে প্রবেশ করিয়ে দেখতে হবে যে, নেটওয়ার্ক বার পাচ্ছে কিনা। যদি নেটওয়ার্ক বার পায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রবি সিমটি বন্ধ হয়ে আছে।
এছাড়াও আপনি কাস্টমার কেয়ারের প্রতিনিধির সাথে কথা বলে এটি সমাধান করতে পারবেন। রবি কাস্টমার কেয়ারের নাম্বার হলো 123 এই নাম্বারে কল করে সরাসরি কথা বলুন এবংআপনার বন্ধু সিমটি পুনরায় চালু করে নিন।
রবি বন্ধ সিম অফার চেক
রবি বন্ধ সিমের অফার চেক করা খুবই সহজ। আপনারা সকলেই এ অফার গুলো চেক করতে পারবেন। রবি বন্ধ সিমের অফার গুলো চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার ব্যবহারকৃত ফোনের ডায়াল অপশনে গিয়ে *888# অথবা *8050# এই নাম্বারে ডায়াল করতে হবে অতঃপর আপনি অফার গুলো জানতে পারবেন।
তাছাড়া আপনি যদি রবি সিমের অফ পোস্টপেইড গ্রাহক হন তাহলে নিচে উল্লেখিত নাম্বারগুলোতে ডায়াল করেই বন্ধ সিমের অফার বন্ধ সিম অফার গুলো দেখতে পাবেন।
রবি বন্ধ সিমের অফার নেওয়ার শর্তাবলী
- রবি বন্ধ সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হলে আপনাকে *3#এই নম্বরে ডায়াল করতে হবে।
- মিনিট চেক করতে হলে গ্রাহককে অবশ্যই *222*8# এই নম্বরে ডায়াল করতে হবে।
- এই ইন্টারনেট অফার আপনি সব নেটওয়ার্কেই ব্যবহার করতে পারবেন।
- এছাড়াও আপনি *888# অথবা *8050# এই নাম্বারে ডায়াল করে অথবা এসএমএস করে অফারগুলো সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারবেন ।বাংলালিংক ওয়েবসাইট
শেষ কথা
আজকের এই পোস্ট থেকে আপনারা রবি সিমের অফার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এছাড়াও আপনারা জানতে পেরেছেন বন্ধ সিমের অফার, বন্ধ সিমের অফার চেক, বন্ধ সিম চালু করার নিয়ম, বন্ধ সিমের অফার নেওয়ার শর্ত ইত্যাদি ।যদি এরকম আরো বিভিন্ন তথ্য পেতে চান এবং আমাদের পোস্টটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের পাশেই থাকুন।