শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2025

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

(শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2025) ইতিমধ্যেই এই admission.sust.edu. bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এ বিশ্ববিদ্যালয়টি সিলেটে প্রতিষ্ঠিত এবং এটি বাংলাদেশের প্রথম শাবিপ্রবি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।

মেধাবী শিক্ষার্থীদের জন্য এবং উচ্চ শিক্ষার জন্য এ বিশ্ববিদ্যালয়টি পছন্দের প্রথম তালিকায় থাকে। তাই আজকে আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন-ভর্তি পরীক্ষার যোগ্যতা, সময়সূচী এবংভর্তি আবেদন প্রক্রিয়া ইত্যাদি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৫

প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2025 এর সার্কুলার টি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ১৩ই ডিসেম্বর প্রকাশ করেছে।

এ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ৫ জানুয়ারি ২০২৫ থেকে ১২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। যারা এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই দ্রুত অনলাইনে এর মাধ্যমে আবেদন করে ফেলুন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা

প্রিয় শিক্ষার্থী আপনারা যারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার প্রয়োজন হয়।

এ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী অথবা আবেদনকারী শিক্ষার্থীদের ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে অবশ্যই নূন্যতম জিপিএ থাকতে হবে এবং এইচএসসি গণিত বিষয়ে নূন্যতম একটি নির্দিষ্ট গ্রেড থাকতে হবে।

তাছাড়া বিজ্ঞান, ব্যবসাশিক্ষা, ও মানবিক শাখা থেকে শিক্ষার্থীদের আবেদন করতে হলে প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে যোগ্যতার প্রয়োজন হয়। অফিসিয়াল ওয়েবসাইট

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদনফি ইউনিট ভিন্ন রকম হয়ে থাকেইউনিট অনুযায়ী ভর্তির আবেদন ফিনিম্নে উন্নত উল্লেখ করা হলো-

ইউনিট পরীক্ষার ফি
A1 (বিজ্ঞান ) ১২৫০ টাকা
A2 ( বিজ্ঞান +আর্কিটেকচার ) ১৪০০ টাকা
B ( বিজ্ঞান+ মানবিক +বাণিজ্য )১২০০ টাকা

শাবিপ্রবি ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে। এই নির্দিষ্ট তারিখ ও নির্দিষ্ট সময় অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তি পরীক্ষার সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো-

তারিখ ইউনিট সময় বার
২৮/০২/২০২৫A (বিজ্ঞান )১১.০০ – ১১.৩০শনিবার
২৮/০২/২০২৫B (বিজ্ঞান+ মানবিক+বাণিজ্য)০২.৩০ – ০৪.০০শনিবার

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা

  • অনলাইনে আবেদন ফরম পূরণ শুরু হবে 05/ 01/2025
  •  আবেদন ফরম পূরণ শেষ হবে 12/01/2025
  •  অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে
  • এবং এই ওয়েবসাইটে শিক্ষার্থীদের ফলাফলও জানিয়ে দেয়া হবে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ ২০২৫

ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৫

বিজ্ঞানমানবিকবাণিজ্যB1B2
গণিত ১০গণিত(SSC) ১০গণিত(SSC)১০গণিত ২০গণিত  ২০
বাংলা ১০  বাংলা ১০বাংলা  ১০ইংরেজি ১০ ইংরেজি ১০
ইংরেজি ২০ইংরেজি ১০ইংরেজি ২০
সাধারণ জ্ঞান ১০মানবিক বিষয় ৩০সাধারণ জ্ঞান  ১০ড্রয়িং ৩০
পদার্থ বা জিব ১০ব্যবসায় উদ্যোগপদার্থ ২০পদার্থ ২০
রসায়ন ১০হিসাব বিজ্ঞানপদার্থ ২০পদার্থ ২০

শাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ এর তথ্য অনুযায়ী জানা গেছে যে এ বিশ্ববিদ্যালয় ইউনিট রয়েছে মোট টি এবং আসন সংখ্যা রয়েছে মোট ১৬৬৬ টি। নিম্নে সংক্ষেপে উল্লেখ করা হলো-

1.A ইউনিটে বিভাগ রয়েছে ১৯ টি এবং মোট আসন সংখ্যা রয়েছে ১০৫১ টি

2.B ইউনিটে বিভাগ রয়েছে টি এবং আসন সংখ্যা রয়েছে মোট ৫৩৫টি

3.C ইউনিটে বিভাগ রয়েছে টি এবং মোট আসন সংখ্যা রয়েছে ৮oটি

শেষ কথা

উপরোক্ত বিস্তারিত আলোচনা থেকে আপনারা আশা করি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।

এছাড়া আপনারা ভর্তি পরীক্ষার যোগ্যতা, পরীক্ষার ফি, সময়সূচী আসন,মানবন্টন ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছেন। যদি আমাদের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকুন ধন্যবাদ।

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top