(Airtel বন্ধ সিম অফার ২০২৫)প্রিয় গ্রাহক আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সবাই এয়ারটেল বন্ধ সিমের অফার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চেয়েছেন। তাই আজকে আমরা এয়ারটেল বন্ধ সিমের অফার সম্পর্কে আলোচনা করব।
এছাড়াও এয়ারটেল বন্ধ সিম চালু করার নিয়ম, মিনিট কেনার কোড, অফার চেক, মিনিট চেক, এমবি চেক করার কোড, এয়ারটেল সিমে নাম্বার দেখার কোড ইত্যাদি সম্পর্কেও আলোচনা করব। চলুন তাহলে আমরা দেরি না করে জেনে নেই।
এয়ারটেল বন্ধ সিম অফার
বর্তমানে এয়ারটেল সিম খুবই জনপ্রিয় একটি সিম। এ ফিফটি বাংলাদেশের বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকে এবং এর ব্যবহার দিন দিন বেড়েই যাচ্ছে। Airtel সিম অপারেটর এয়ারটেল বন্ধ সিম গ্রাহকদের বিভিন্ন রকমের অফার প্রদান করে থাকে।
Airtel সিম ব্যবহারকারী গ্রাহকরা যদি তাদের বন্ধ সিমটি পুনরায় চালু করে তাহলে অনেক আকর্ষণীয় অপরের ব্যবস্থা করেছে এয়ারটেল সিম অপারেটর।তাই আপনারা দেরি না করে জেনে নিন Airtel বন্ধ সিমের অফার গুলো।এয়ারটেল বন্ধ সিমের অফার গুলো নিম্নে উল্লেখ করা হলো-
টাকা | মেয়াদ | অফার | ব্যবহার |
১৮ টাকা | ৭ দিন | ১ বার | ২৪ মিনিট + ২৪ এসএমএস |
৩৪ টাকা | ১৫ দিন | ১ বার | ৫৫ মিনিট + ৩০ এসএমএস |
৪৩ টাকা | ৩০ দিন | ১ বার | ৭৫ মিনিট + ৭৫ এসএমএস |
৪৪ টাকা | ৩০ দিন | ১ বার | ৫ জিবি + ৪৫ পয়সা/ মিনিট + ৪৫ এসএমএস |
৪৬ টাকা | ৩০ দিন | ১ বার | ৪ জিবি (৩ জিবি + ১ জিবি ৪জি) + ৪০ মিনিট |
১০৯ টাকা | ৩০ দিন | ১ বার | ৬ জিবি (৪ জিবি + ২ জিবি ৪জি) + ১০০ মিনিট |
Airtel বন্ধ সিম চালু করার নিয়ম
এয়ারটেল বন্ধ সিমটি চালু করতে হলে প্রথমে আপনাকে airtel দোকানের এজেন্ট এর কাছ থেকে সক্রিয়কারী একটি ফর্ম সংগ্রহ করতে হবে।
উক্ত ফর্মটি যথাযথভাবে পূরণ করে এজেন্টের নিকট জমা দিতে হবে এবং এর সাথে আপনাকে আইডি কার্ডের ফটোকপি ও ঠিকানা প্রমাণসহ জমা দিতে হবে।
অতঃপর কর্মরত এজেন্ট কিছু কার্য প্রক্রিয়া সম্পন্ন করবে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই আপনার বন্ধ থাকা সিমটি চালু হওয়ার নিশ্চিতকরণ কল পাবেন। Airtel website.
এয়ারটেল সিমে অফার চেক
এয়ারটেল সিমে মিনিট অফার দেখা খুব সহজ। Airtel সিমে মিনিট অফার দেখতে হলে আপনাকে *0# এই নাম্বারে ডায়াল করতে হবে অতঃপর আপনি দেখতে পাবেন কয় টাকায় কয় মিনিট পাচ্ছেন।
এছাড়াও আপনি কত মিনিট ব্যবহার করেছেন কত মিনিট অবশিষ্ট রয়েছে তাও দেখতে পারবেন *778*0# এই নাম্বারে ডায়াল করে।
Airtel সিমে এ মিনিট কেনার কোড
এই সিমে মিনিট কেনার জন্য প্রথমে আপনাকে ডায়াল অপশনে যেতে হবে। ডায়াল অপশনে গিয়ে *123*টাইপ করে করতে হবে। অতঃপর আপনি আপনার সিমে মিনিট অফারটি দেখতে পেয়ে যাবেন।
এয়ারটেল সিমে এ মিনিট চেক করার কোড
আপনার ব্যবহৃত এয়ারটেল সিমে কত মিনিট আছে সেটি দেখতে হলে ফোনের ডায়াল অপশন এ গিয়ে *777*5# এই কোডটি টাইপ করুন অথবা আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার সিমে কত মিনিট রয়েছে।
Airtel সিমে এমবি কেনার কোড
গ্রাহককে ফোনের ডায়লগ গিয়ে *8444*44# এই নম্বরটি টাইপ করে ডায়াল করতে হবে তাহলে আপনি জানতে পেরে যাবেন পাবেন বা দেখতে পাবেন কয় টাকা কয় এমবি পাচ্ছেন।
এয়ারটেল সিমে এমবি চেক করার কোড
এমবি চেক করার সময় অবশ্যই গ্রাহককে *121*1541# এই নম্বরটি টাইপ করে ডায়াল করতে হবে।
Airtel সিমের নাম্বার দেখার নিয়ম
এয়ারটেল সিম ব্যবহারকারী গ্রাহকগণ আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা আমাদের সিমের নাম্বারটা কিভাবে দেখতে পারি।
এয়ারটেল সিমে নাম্বার দেখা খুব সহজ কয়েকটি পদ্ধতি অনুসরণ করলেই আমরা আমাদের ফোনের এয়ারটেল সিমের নাম্বারটি দেখতে পাবো। তাহলে চলুন আমরা জেনে নেই।
প্রথমত :ফোনের ডায়াল অপশন এ গিয়ে আপনি প্রথমত *282# এই নম্বরে ডায়াল করুন।
দ্বিতীয়ত: ডায়াল করার পর আপনি কিছু সময় অপেক্ষা করতে থাকুন।
তৃতীয়ত : কিছু সময় অপেক্ষা করার পর আপনি আপনার ফোনে একটি মেসেজ আসছে সেটি দেখতে পারবেন যেই মেসেজটি হল আপনার এয়ারটেল নাম্বার।
এয়ারটেল সিম কিনতে কত টাকা লাগে এবং প্রয়োজনীয় নিয়মাবলী
1.সিম কেনার সময় অবশ্যই আপনাকে আঙ্গুলের ছাপসহ একটি রিপ্লেসমেন্ট ফরম পূরণ করতে হবে
2.জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি প্রয়োজন হবে
3.ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য সিম ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে ৬০ টাকা
4.ঢাকা ও চট্টগ্রাম বিভাগ বাদে অন্যান্য বিভাগের জন্য ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে ১০০ টাকা
শেষ কথা
উপরোক্ত আলোচনা থেকে আপনারা অবশ্যই এয়ারটেল বন্ধ সিমের বিভিন্ন অফার সম্পর্কে জানতে পেরেছেন। তাছাড়া এয়ারটেল বন্ধ সিম চালু করার নিয়ম, অফার চেক, মিনিট চেক, নাম্বার কোড ইত্যাদি সম্পর্কেও জানতে পেরেছেন।যদি আমাদের পোস্টের মাধ্যমে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।