মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

(মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫) প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে।

এছাড়াও এ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা, আবেদন যোগ্যতা, বিষয় সমূহ এবং ভর্তি বিজ্ঞপ্তি পিডিফ ফাইল ইত্যাদি নিয়েও আলোচনা হবে। তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৫ ভর্তি বিজ্ঞপ্তিটি এটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

যে সকল শিক্ষার্থী এ শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক তারা সঠিক নিয়ম-কানুন ও বিভিন্ন তথ্য জেনে নিন।

পাশের সনপরীক্ষার নাম নূন্যতম যোগ্যতা পাশের সনপরীক্ষার নামনূন্যতম যোগ্যতা
2021/2022এসএসসি (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)3.502023/2024এইচ এসসি (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)3.50
2021/2022এসএসসি (মানবিক)3.002023/2024এইচ এসসি (মানবিক) 3.50

২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয় ছুটির তালিকা পিডিএফ ডাউনলোড

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কত আসন সংখ্যা

এ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখার  A- ইউনিটে ৭১০ টি আসন সংখ্যা রয়েছে মানবিক শাখার B- ইউনিটে ৬৫টি আসন সংখ্যা রয়েছে এবং ব্যবসা শিক্ষা শাখার C- ইউনিটে ৬১ আসন সংখ্যা রয়েছে। নিম্নে ছক আকারে দেও হল-

ইউনিটআসন সংখ্যা
1.বিজ্ঞান – A 710 টি
2.মানবিক -B 65 টি
3.ব্যবসায় শিক্ষা -C 100 টি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নম্বর বন্টন ও পরীক্ষা পদ্ধতি

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি ও নম্বর বন্টন এ কিছু নিয়ম রয়েছে। তা নিচে উল্লেখ করা হলো-

মোট নম্বর 200 =100 নম্বর জিপিএ এবং100 নম্বর এমসিকিউ পরীক্ষা থাকবে

  • প্রতিটি প্রশ্নোত্তরের মান থাকবে 1
  • ভুল উত্তরের জন্য নম্বর কাটবে 0.25
  • এবং মোট প্রশ্ন থাকবে 100 টি
  • ন্যূনতম পাস মার্ক হবে 40
  • প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে

A- ইউনিট

বিষয় নম্বর
1.পদার্থ35
2.রসায়ন20
3.গণিত35
4.ইংরেজী10
মোট –100

B- ইউনিট

বিষয়নম্বর
1.পদার্থ20
2.রসায়ন35
3.জীববিজ্ঞান35
4.ইংরেজী-10
মোট –100

C- ইউনিট

বিষয়নম্বর
1.পদার্থ30
2.রসায়ন30
3.গণিত00
4.ইংরেজী10
মোট –100

D- ইউনিটের নম্বর বন্টন পদ্ধতি

বিজ্ঞান শাখামানবিক শাখাব্যবসায় শাখা
পদার্থ-30অর্থনীতি-30ব্যবসায় সংগঠন-30
রসায়ন-30পৌরনীতি-30হিসাব বিজ্ঞান-40
গণিত-30বাংলা-30ইংরেজী-40
ইংরেজী-40ইংরেজী-40
পদার্থ রসায়ন ও গণিত এর মধ্য থেকে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবেঅর্থনীতি ও পৌরনীতি এর মধ্য থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়সমূহ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2025 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীরা ভর্তি হতে ইচ্ছুক সে সকল বিষয় সমূহ নিম্ন উল্লেখ করা হলো-

জীব বিজ্ঞন অনুষদপ্রকৌশল অনুষদবিজ্ঞান অনুষদব্যবসায়ী শিক্ষা অনুষদভেটেরি নারী চিকিৎসা ও পশু বিজ্ঞান অনুষদসামাজিক বিজ্ঞান অনুষদকলা অনুষদ
1.পরিবেশবিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগ1.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ1.পদার্থ বিজ্ঞান বিভাগ1.ব্যবস্থাপনা বিভাগ1.ভেটেরিনারি সায়েন্স ও পশুপালন বিভাগ1.অর্থনীতি বিভাগ1.ইংরেজি বিভাগ
2.খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগ2.কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ2.রসায়ন বিভাগ2.হিসাব বিজ্ঞান বিভাগ
3.জৈব রসায়ন এবং আণবিক জীববিদ্যা বিভাগ3.তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল (প্রস্তাবিত)3.গণিত বিভাগ
4.জৈবপ্রযুক্তি ও
জিন প্রকৌশল বিভাগ
4.যন্ত্র প্রকৌশল বিভাগ4.পরি সংখ্যান বিভাগ

5.অপরাধবিদ্যা ও পুলিশবিজ্ঞান বিভাগ5.বস্ত্র প্রকৌশল বিভাগ5.ডেটা বিজ্ঞান (প্রস্তাবিত)
6.ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ
7.ফার্মেসী বিভাগ

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য উল্লেখ করা হলো

বিশ্ববিদ্যালয়ের ধরন সরকারী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের নামমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন ফি600 টাকা
আবেদনের লিংকhttps://mbstu-admission.net
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটhttps://www.mbstu.ac.bd
আবেদনের শুরু তারিখ00/00/2025
আবেদনের শেষ তারিখ00/00/2025

এ বিশ্ববিদ্যালয় আবেদন প্রধানত তিনটি ধাপে সম্পন্ন হয়ে থাকে

1.প্রথমত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে এবং বিল নাম্বার সংগ্রহ করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো-mbstu-admission.org 

2. Bill Number এবং Transaction ID দিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে mbstu-admission.org প্রবেশ করলে প্রবেশ করে শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

3.এছাড়াও রকেটের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন ফ্রি  জমা দিতে পারবে অতঃপর শিক্ষার্থীদেরTransaction ID (Tnxid) টি সংগ্রহ করতে হবে।

শেষ কথা

উপরোক্ত বিস্তারিত আলোচনা থেকে আপনারা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। এছাড়াও আপনারা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, আসন সংখ্যা, পরীক্ষা পদ্ধতি ও নম্বর বন্টন এবং বিশ্ববিদ্যালয়ে অনুষদ-বিভাগসমূহ সহ আরো তথ্য জানতে পেরেছেন। যদি আমাদের পোস্টটি পড়ে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের পোস্টিং সাইডে সাথেই থাকুন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top